Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১) পরিসংখ্যান কার্যালয় মাঠ পর্যায়ে ৬টি প্রধান ফসল(আউশ,আমন,বোরো,গম,পাট ও আলু) ও ১১৫টি অপ্রধান ফসলের একর প্রতি ফলন নির্ধারন করে থাকে ।

২) কৃষি বিষয়ক অন্যান্য পরিসংখ্যান যেমনঃ ভুমি ববহার ও সেচ পরিসংখ্যান,মাসিক কৃষি মজুরী পরিসংখ্যান,বন পরিসংখ্যান,মৎস উৎপাদনের পরিমান,গবাদি পশু ওহাস মুরগীর হিসাব প্রাক্বলন,প্রধান ফসলের মূল্য ও উৎপাদন খরছ জরিপ ইত্যাদি সারা বছরব্যাপী মাঠ পর্যায় হতে নির্ধারন করা হয় ।

৩) Monitoring the Situation of Vital Statistics of Bangladesh এর মাধ্যমে অএ উপজেলায় নির্বাচিত ৫টি নমুনা এলাকা হতে জন্ম,মৃত্যু,বিবাহ,তালাক,পৃথক বসবাস ও ৬ মাস অন্তর অন্তর আগমন ও বহির্গমনের তথ্য সংগ্রহ করা হয় ।

৪) প্রধান কার্যালয় হতে নেয়া বিভিন্ন সমযে বিভিন্ন জরিপ যেমনঃLiteracy Assesment Survey,Vernurable Against Women,Health and Demography Survey,District Statistics-2011 ইত্যাদি জরিপের জন্য মাঠ পর্যায় হতে সঠিক ডাটা সংগ্রহ করা হয় ।

৫) উপজেলা পরিষদ,পৌরসভা ও ইউনিয়ন সমূহের আয় ব্যয়ের বাজেট নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতি বছর সংগ্রহ করা হয়।

৬) প্রধান প্রধান ফসলের দাগগুচ্ছ ভিত্তিক ফসল কর্তন ও সংশ্লিষ্ট ফসলের একর প্রতি ফলন নির্ধারণ করা হয়। যা অত্র উপজেলার গড় একর প্রতি ফলন হার নির্ধারন করে চুনারুঘাট উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ২৪ টি দাগগুচ্ছ রয়েছে।

৭) কলেজ,মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় স্থাপনে অত্র কার্যালয় হতে জনসংখ্যার সনদ প্রদান করা হয়। বর্তমানে অত্র সনদের মাধ্যমে চা বাগান সমূহে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার কাজ সম্পন্ন হয়েছে। যা শিক্ষা ক্ষেত্রে একটি মাইল ফলক।

উপজেলা পরিসংখ্যান অফিসের কার্যাবলী ও নাগরিক সেবা সমূহ নিম্নরূপঃ 

সকল প্রকার শুমারী পরিচালনা করা (আদমশুমারী, কৃষি শুমারী, অর্থনৈতিক শুমারী ইত্যাদি)। 
কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য (স্থায়ী ও অস্থায়ী ফসল) সংগ্রহ পূর্বক হেড অফিসে প্রেরণ করা।    (৬ টি প্রধান ফসল ও ১০৫ টি অপ্রধান ফসল)। 
প্রধান প্রধান ফসল ধান, পাট, গম, আলু ইত্যাদির মোট আয়তন এবং কর্তন পূর্বক মোট উৎপাদন নিরূপন করা। 
দাগগুচ্ছ হইতে বিভিন্ন উপাত্ত্ব সংগ্রহ করা। (২৪ টি দাগগুচ্ছ)। 
সেম্পল ভাইটাল রেজিষ্ট্রেশন সিষ্টেম (এসভিআরএস) এর আওতায় জন্ম-মৃত্য, বিবাহ, তালাক,  আগমন ও বর্হিগমন ইত্যাদি পরিসংখ্যান সংগ্রহ করা। 
খানার আয়-ব্যয় জরিপের মাধ্যমে পরিবার সমূহের অর্থনৈতিক অবস্থা, দারিদ্রতা ইত্যাদি পরিমাপ করা। 
এম আই সি এস জরিপের মাধ্যমে শিশু মৃত্যু, বিবাহ, বিশুদ্ধ পানি ও পয়ঃনিস্কাশন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা,  পুষ্টি ইত্যাদি পরিসংখ্যা সংগ্রহ করা। 
উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়ন পরিষদের বাজেট সংগ্রহ করা। 
প্রাকৃতিক দুর্যোগের কারণে উপজেলার বিভিন্ন ফসল ও সম্পদের ক্ষয়-ক্ষতির হিসাব নিরূপন করা। 
প্রধান ফসলে (আউশ, আমন, বোরো, গম, পাট, আলু, ও ভুট্রা) ফসলের আয়তনের অগ্রিম পূর্বাভাস রিপোর্ট এবং 
  1. দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সম্বলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন,বার্ষিক পরিসংখ্যান পকেটবুক ও বর্ষগ্রন্থ প্রকাশ;
  2. প্রতি দশ বৎসর অন্তর আদম শুমারি, কৃষি শুমারি এবং অর্থনৈতিক শুমারি পরিচালনা ও প্রতিবেদন প্রকাশ;
  3. মোট দেশজ উৎপাদন (GDP)এবং প্রবৃদ্ধির হারসহ অন্যান্য সামাষ্টিক অর্থনৈতিক নির্দেশক (Indicators) যথা- সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিছু আয় ইত্যাদি নিরূপন ও প্রকাশ;
  4. ভোক্তার দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহৃত খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য অন্তর্ভূক্ত করে মাস ভিত্তিক ভোক্তা মূল্যসূচক (CPI) নিরূপন ও প্রকাশ;
  5. বৈদেশিক বাণিজ্য পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ;
  6. বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মঞ্জুরী হার ও মজুরী সূচক প্রস্ত্তত ও প্রকাশ;
  7. বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমাণ এবং ভূমি ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ;

শিশুপুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশ;